Print Date & Time : 15 May 2025 Thursday 9:58 pm

কুষ্টিয়ায় দিনমজুরের বসত বাড়ি পুড়ে ছাই!

কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার মিরপুরে এক দিনমজুরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দিনমজুর পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিরপুরের কুর্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কুন্টিয়ারচর গ্রামের, উমবাদ আলী মালিথার ছেলে দিনমজুর আতিয়ার রহমান এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সকলের সহযোগিতায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আতিয়ার রহমান জানান, রাত ১০টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই ঘরে আগুন লাগা দেখতে পাই। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে,
তিনি বলেন, ঘরে থাকা প্রায় সব আসবাবপত্র, একটি গোয়াল ঘর, একটি ছাগলসহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে।পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নীচে অবস্থান করছি। ঘরে এক মুঠো চাল ও নেই সব পুড়ে ছাই হয়ে গেছে ।

দৈনিক দেশতথ্য//এল//