নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালীর দুই আইসক্রীম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । র্নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের নেতৃত্বে সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, পৌর এলাকার আগ্রাকুন্ডা আশা আইসক্রিম ও তেবাড়িয়া মধু রুচি আইসক্রীম ফ্যাক্টরিতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তাদের বৈধ লাইসেন্স না থাকা, ব্যবহৃত মালামালের ডেট না থাকা নোংরা পরিবেশ ও সাধারন জনগনের সাথে প্রতারনা করার অপরাধে ফ্যাক্টরির মালিকদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//