Print Date & Time : 22 April 2025 Tuesday 7:47 pm

কুষ্টিয়ায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়া অফিস: কুষ্টিয়া শহরের বারখাদায় মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বারখাদা এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারখাদা মানবকল্যান ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম।

বক্তব্য প্রদান করেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, মানব কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহেদ হোসেন, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, কুষ্টিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড কমিশনার মাহাবুব রহমান পাখি, মাজহারুল ইসলাম মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাশেদ, রিয়াজুল ইসলাম।

মানবকল্যান ফাউন্ডেশন প্রতিবছর ঈদে ও প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সময়ে সামাজিক কর্মকান্ডে অসহায় দুস্থ মানুষের সেবায় এগিয়ে আসে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//