Print Date & Time : 19 July 2025 Saturday 11:54 pm

কুষ্টিয়ায় নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আলামপুরে শ্যালো ইঞ্জিন চালিত নছিমন উল্টে আমিরুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আলামপুর ইউনিয়নের বালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ঝিনাইদহ জেলার বিজয়নগর এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি আলামপুর গরুর হাটে গরু বেচা-কেনা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী আমিরুল শ্যালো ইঞ্জিন চালিত নছিমন যোগে আলামপুর গরু হাটে আসছিলেন। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর বালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নছিমনটি উল্টে যাত্রী আমিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//