Print Date & Time : 4 May 2025 Sunday 3:30 am

কুষ্টিয়ায় নবরূপে জাগোর মাসিক সাহিত্য আড্ডা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নবরূপে জাগোর মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শহরের ছয় রাস্তার মোড়স্থ্য রোটারি ফিজিও থেরাফি হাসপাতালে অনুষ্ঠিত কবি সাদিকের আলোচনায় ‘নবরুপে জাগো’ মাসিক সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন নবরূপে জাগো সাহিত্য আসর এর সভাপতি কবি সৈয়দা হাবিবা।

সংঠনের সাধারণ সম্পাদক কনক চৌধুরীর পরিচালনায় স্বরচিত কবিতা পাঠ ও আড্ডায় অংশ নেন জসীম উল্লাহ আল হামিদ, বীর মুক্তিযোদ্ধা এজাজ আহমেদ, আজিজুর রহমন, কবি মুন্সী সাঈদ, সৈয়দ আবদুস সাদিক, শেখ আকতার, মহিত চন্দ গোবিন্দ, আলাউদ্দিন আহমেদ, বিপুল বিশ্বাস, সুব্রত্র চক্রবর্ত্রী, হামিদুল ইসলাম, আব্দুল হান্নান, শরিফুল আলম সিদ্দিক কচি, আব্দুল্লাহ সাঈদ, অরন্য মজিদ, সাহাবুল আলম খাঁন, সাকিলা পারভীন, সুলতানা রেবেকা, ইসরাত জাহান ইপি, আনিসুর রহমান, ডা: মোহাম্মদ তাজউদ্দীন, কাজী সোহান শরীফ, কবি আক্তারুজ্জামান চিরুসহ অন্যান্যরা।