কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলায় ৩৯ তম বিসিএস (২য় ফেজ) ও ৪২ তম বিসিএস-এ যোগদানকৃত চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার বিকেলে কুষ্টিয়া ম্যাটসের গ্যালারী সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।এসময় তিনি নব-যোগদানকৃত ডাক্তারদের অনুরোধ জানিয়ে বলেন, এলাকার রোগীদের যাতে সঠিকভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করা যায় তার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে সেবা প্রদান করতে হবে।
সততা মানুষের সতিত্ব উল্লেখ করে নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের চাকুরী জীবন সবে শুরু হলো। তোমরা যে মহান চিকিৎসা পেশার সাথে জড়িত। তাই সততার সাথে চিকিৎসা সেবা দেওয়ার আহবান জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, ডাক্তারী পেশায় হচ্ছে একটি মানব সেবামূলক বিষয়। এই সেবার মাধ্যমে জনগণের খুব কাছাকাছি যাওয়া যায় এবং নিজের যোগ্যতা প্রমাণ করা যায়।তাই নতুন ডাক্তারদের সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের স্বাস্থ্য ব্যবস্থায় স্বাধীনতা নেই উল্লেখ করে
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল তার বক্তব্যে বলেন, রাত-বেরাতে চিকিৎসকরা রোগীদের সেবা দিয়ে থাকে। জরুরী বিভাগেও চিকিৎসা দিতে গিয়ে অনেক সময় রোগীদের স্বজনদের কাছে রোষানলের স্বীকার হতে হয়। অথচ ইউএনওর বাড়ী ও কার্যালয় ঘিরে ১১ জন সশস্ত্র আনসার থাকে। অথচ হাসপাতালের জরুরি বিভাগে ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাই চিকিৎসক সুরক্ষা নিশ্চিত করতে আইন করতে হবে।যাতে করে চিকিৎসকরা নির্বিঘ্নে চিকিৎসা সেবা দিতে পারে।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কুষ্টিয়া জেলা শাখার ডাঃ এসএম মুসতানজীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ এএফএম আমিনুল হক রতনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, কার্যকরী পরিষদের সদস্য ডাঃ জামাল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ দেলদার হোসেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল মোমেন, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এএইচএম আনোয়ারুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ডাঃ জামাল উদ্দিন মোল্লা, ডাঃ লিজা-ডাঃ রতন ম্যাটসের চেয়ারম্যান ডাঃ আসমা জাহান লিজা, ডাঃ মনিরুজ্জামান টিপু, ঝিনাইদহ জেলা বিএমএর সভাপতি ডাঃ রেজা সিকান্দার, বিএমএ কুষ্টিয়া ডা: মনিরুজ্জামান টিপু ও ডা: রাজীব মৈত্রী।
দৈনিক দেশতথ্য//এল//