Print Date & Time : 10 September 2025 Wednesday 11:28 am

কুষ্টিয়ায় নির্ধারিত সময়ে ব্রীজ নির্মাণ না হওয়ায় জন দূর্ভোগ চরমে


নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সাড়ে ৪ মাস অতিবাহিত হলেও কুষ্টিয়ার খোকসার খোকসা ইউনিয়ন পরিষদের রতনপুর জিল্লুর মেম্বারের বাড়ির নিকট খালের উপর ব্রীজ নির্মাণ প্রকল্পের ২০২০-২০২২ অর্থ বছরের ৭৬,৬৪,০৩৫.৭০ টাকা মুল্যে মানের ১২ মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়নি।

ব্রিজটির নির্মাণ কাজ পায় আরাফাত এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান। কাজ শুরুর তারিখ ১৯/০২/২০২২। নিয়ম অনুযায়ী চুক্তি সম্পাদানের তারিখ হতে ৬৮০ দিনের মধ্যে কাজ সমাপ্ত হবার কথা থাকলেও এখন পর্যন্ত নির্মাণ কাজ শুরু করেনি নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠানটি।

শনিবার সরজমিন গিয়ে দেখা যায়, ব্রিজটি না থাকায় যাতায়াত, উৎপাদিত কৃষিপণ্য বাজারে আনা-নেয়া, অন্যান্য মালামাল বহনে ভোগান্তির শেষ নেই। শুধু বাঁশের একটি সাঁকো দুই গ্রামের প্রায় ২০ হাজার মানুষের একমাত্র ভরসা। বিকল্প কোনো পথ না থাকায় এই সাকো দিয়েই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। কৃষিসমৃদ্ধ এই এলাকায় এখানে ব্রিজটি নির্মিত হলে শিক্ষার্থীসহ এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হবে। ব্রিজটি নির্মাণে গরিমসি করায় এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছেন। ব্রিজটি করে নাগাদ নির্মাণ কাজ শুরু হবে তা কেউ জানেন না। তবে এর একটি স্থায়ী সমাধান চান এলাকার বাসিন্দারা।

ভুক্তভোগী মোঃ চুন্নু শেখ জানান, এক-দুই দিনের নয়, বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই গ্রামের মানুষকে। ঝুঁকিপূর্ণ এ সাঁকো পার হতে গিয়ে অনেকবার দুর্ঘটনায় পড়তে হয়েছে অনেকের। বর্ষায় এ দুর্ভোগ পৌঁছায় আরও চরমে।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক বলেন, ‘আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।’

নির্মাণ কাজ শুরুর সাড়ে চার মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাজ শুরু না হওয়ার কারণ জানতে চাইলে ব্রিজটি নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজের প্রোঃ মোঃ মাসুদ পারভেজ বলেন, দুর্ঘটনায় তার মারাত্মক ইনজুরি হয়। তিনি পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এলাকায় এসেছেন। বর্ষাকাল গেলেই নির্মাণ কাজ শুরু করবেন বলে জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এল//