Print Date & Time : 22 April 2025 Tuesday 11:24 am

কুষ্টিয়ায় নির্মাণাধীন মন্ডপে প্রতীমা ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে নির্মাণাধীন মন্ডুপে বেশ কয়েকটি প্রতীমা ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় মন্ডপ কমিটির সদস্যরা। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শহরের আড়ুয়াপাড়া রেললাইন সংলগ্ন হেমচন্দ্র লেনস্থ আইকা সংঘ অস্থায়ী মন্ডপে প্রতীমা তৈরীর কাজ শুরু করে । মন্ডপ কমিটির সদস্যরা সকালে এসে দেখতে পান মন্ডপে থাকা নির্মাণাধীন প্রায় সব ক’টি প্রতীমার অংশবিশেষ ভাংচুর করা হয়েছে। সংবাদ পেয়ে কুষ্টিয়া পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রতীমা ভাংচুরের সাথে জড়িতদের দ্রত আইনের আওতায় নেয়ার দাবি জানিয়েছেন।