Print Date & Time : 21 April 2025 Monday 10:47 am

কুষ্টিয়ায় পকেট কমিটিতে পদ বিক্রয়ের অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন ইউনিয়নের ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে পদ বিক্রয়সহ মনগড়া পকেট কমিটি ঘোষনা করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে যুবদলের বঞ্চিত নেতাকর্মীরা।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, যুবদল কুষ্টিয়া সদর উপজেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে সময় এক সংকটময় ক্রান্তিকাল অতিক্রম করছে, সেসময় সংগঠনকে সুসংগঠিত না করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুল মাজেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা প্রতারণা, অর্থ বাণিজ্য ও স্বজন প্রীতিতে লিপ্ত হয়ে মনগড়া পকেট কমিটি ঘোষনা করেছে।

গতকাল সোমবার হঠাৎ করে প্রকৃত নেতাকর্মীদের বঞ্চিত করে সদর উপজেলা যুবদলের আওতাধীন ৭টি ইউনিয়ন কমিটি ঘোষণা করেছেন।

একটি গণতান্ত্রিক সংগঠন হিসেবে বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা এই দৃর্বৃত্তায়নের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ উদ্ভুত পরিস্থিতির সমাধানে দলের উর্দ্ধতন নেতৃবৃন্দের জরুরী হস্তক্ষেপ কামনা করি। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৪ মার্চ ২০২৩