Print Date & Time : 7 July 2025 Monday 6:35 am

কুষ্টিয়ায় পদ্মা সেতুর উদ্বোধনে শ্রমিক লীগের আনন্দ শোভাযাত্রা

এসএম জামাল,কুষ্টিয়া: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে কুষ্টিয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া শহর শাখা।

শনিবার বিকেলে শেখ রাসেল সেতুর পশ্চিম থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া শহর শাখার সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেরুন্নেসা বিউটি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সহসভাপতি এ্যাড. শামসুজ্জামান মনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি তমিজউদদীন ইউসুফ, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টু, প্রচার সম্পাদক আবদুর রশীদ খান, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
মজিবুল হক, শহর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও শরিফুল ইসলাম রিপন, ক্রীড়া সম্পাদক ইমরান খাঁ, প্রচার সম্পাদক ঝন্টু মৃধা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফরিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বান্দা পুলক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মানিক। অনুষ্ঠান থেকে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//