Print Date & Time : 22 April 2025 Tuesday 11:39 am

কুষ্টিয়ায় পাখি শিকার বন্ধে র‌্যালী ও দিন ব্যাপী চিত্র প্রদর্শনী

কুষ্টিয়ায় পাখি শিকার বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পরিযায়ী পাখির ছবি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে শনিবার সকাল ১০ টায় শহরের ৬নং পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাখি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিচির মিচির বার্ড ক্লাব’র উদ্যোগে এসব নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘জলাশয় সংরক্ষন নিরাপদ করে পাখির জীবন’। অনুষ্ঠানের শুরুতে পাখি শিকার বন্ধ ও সংরক্ষনে জনসচেতনতা সৃষ্টির প্রয়াসে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ওবাইদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড: জাহান আল মাহমুদ, শিক্ষাবিদ সাজেদুল ইসলাম, কিচির-মিচির সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সদানন্দ মন্ডল প্রমুখ।

বক্তারা প্রান বৈচিত্রের অবিচ্ছেদ্য অনুষঙ্গ প্রকৃতির প্রান পাখি রক্ষার মাধ্যমে প্রকৃতি রক্ষায় অবিলম্বে বিলুপ্ত প্রায় জলাশয়গুলি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপশি সামাজিক আন্দোলনকে জোরদার করার আহবান জানান। র‌্যালী, আলোচনা সভা ছাড়াও সংগঠনটির উদ্যোগে পাখি নিয়ে স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রজাতির পাখির ছবি নিয়ে দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২০ মে ২০২৩