Print Date & Time : 25 August 2025 Monday 10:19 pm

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের নন্দীগ্রামে পানিতে ডুবে আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে নন্দীগ্রামে এই দূর্ঘঘটনাটি ঘটেছে। নিহত শিশু আরাফাত ওই গ্রামের প্রবাসী হাকিম বিশ্বাসের একমাত্র সন্তান।
শিশুর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বছর বয়সের শিশু আরাফাত বাড়ির আঙিনায় বৃহস্পতিবার সকালে দেড় শতকের পুকুরপাড়ে খেলা করছিল। একবার তাঁর মা পুকুরপাড় থেকে নিয়ে যায়। এর প্রায় আধাঘণ্টা পরে মায়ের কাছে খবর আসে আরাফাত পুকুরে ভাসছে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা করে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির মা মিলা খাতুন বলেন, সকালে একবার পুকুরপাড়ে চলে গিয়েছিল আরাফাত। টের পেয়ে ফিরিয়ে এনেছিলাম। আধা ঘণ্টা পরে খবর আসে বাড়ির আঙিনার ছোট পুকুরে ভাসছে আরাফাত।
প্রতিবেশীরা জানান, খেলা করতে গিয়ে কখন পানিতে পড়ে গেছে তা কেউ বুঝতে পারিনি। পরে খোঁজাখুজির এক পর্যায়ে দেড় শতকের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//