Print Date & Time : 11 May 2025 Sunday 7:42 am

কুষ্টিয়ায় পুকুর খনন করতে গিয়ে মিললো প্রাচীন মূর্তি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মালিকানাধীন পুকুর খননের সময় পাথরের একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে। শুক্রবার বেলা ১২টার দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকায় একটি পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু ভেকু মেশিন দিয়ে তার বাড়ির পাশে কয়েকদিন ধরে একটি পুকুর খনন করে আসছিলেন। খননের এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কালো পাথরের একটি প্রাচীন মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই মূর্তি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে পাথরের তৈরি প্রাচীন ওই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য উদ্ধারকৃত মূর্তিটি আদালতে জমা দেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এল//