Print Date & Time : 23 August 2025 Saturday 12:43 am

কুষ্টিয়ায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল ১২ ডিসেম্বর, ২০২১ খ্রিঃ তারিখ কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে উপস্থিত থেকে সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ ফরহাদ হোসেন খান। পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেণ। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মো: মহররম আলী মৃধা, পুলিশ পরিদর্শক, কুষ্টিয়া। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়া, ডিআইও-১, কুষ্টিয়া, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।