কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর গড়াই নদী থেকে উদ্ধার হওয়া সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় নিহতের মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে জানাযা শেষে দাফন করা হয়। জানাযা এবং দাফনে সাংবাদিক সহকর্মী, জনপ্রতিনিধি, স্বজনসহ অসংখ্য মানুষ অংশ নেন। দাফন শেষে পৌর গোরস্থানের সামনে থেকে জেলার সকল সাংবাদিকরা হত্যাকান্ডের তীব্র নিন্দা, জেলার আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদসহ অযোগ্য অভিযোগ তুলে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের অপসারণ এবং হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মজমপুর গেটে টায়ার জালিয়ে, কুষ্টিয়া-ঝিনাইদহ, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে লেভেল ক্রসিং ফেলে ঘন্টাধিককাল অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন। কুষ্টিয়া জেলা এডিটরস ফোরামের সভাপতি মজিবুল সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক নেতা হাসান আলী, শরীফ বিশ্বাস, সোহেল রানাসহ জেলার সর্বস্তরের গনমাধ্যমকর্মী ও নেতৃবৃন্দ অংশ নিয়ে বক্তব্য রাখেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে আসামীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় আন্দোলনকারী সাংবাদিক নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post