Print Date & Time : 23 April 2025 Wednesday 12:16 am

কুষ্টিয়ায় প্রতারণা মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে প্রতারণা মামলার ০১ জন আসামি গ্রেফতার করা হয়েছে ।

শনিবার ২৮ মে রাত ৩টায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন সিঙ্গার মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ২৮ মে ২০২৩ ইং তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন সিঙ্গার মোড় এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-৪৬, তারিখ ২৮ মে ২০২৩, ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ ধারার এজাহারনামীয় আসামি মোঃ খোরশেদ আলম(৩৮), পিতা-মোঃ নুরুল হক, সাং-মাঝদিয়া ছোটপাড়া, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৮ মে ২০২৩