কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় শাহাজুল (৩৫) পিতা শাহাজুদ্দীন, বিজয় (১৬) পিতা তৌহিদুল ইসলাম মারা গেছেন। তাদের বাড়ি উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে। আহত তিন জনের অবস্থা আশংকাজনক।
উল্লেখ যে, রাত সাড়ে ৭টার দিকে তেল দেওয়ার সময় পাম্পে শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাম্প মেশিন বিস্ফোরণ হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম জানান, রাত ৮টার দিকে জ্বালানি তেলবাহী ট্যাংকার পাম্পে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, সন্ধ্যার পরে দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত দু্ইজনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post