Print Date & Time : 22 August 2025 Friday 3:58 am

কুষ্টিয়ায় ফেনসিডিল ও চোলাইমদসহ আটক-৩

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেনসিডিল ও ২০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যভসায়ীকের আটক করা হয়েছে।
২৬ ও ২৭ মার্চ ‘‘কুষ্টিয়ার সদর উপজেলার আব্দুল আজিজ সড়ক এবং দোস্তপাড়া গ্রামে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল।
আটককৃতরা হলো সদর উপজেলার দোস্তপাড়া এলাকার মোঃ মানিক আবুল কালামের ছেলে মোঃ শাহ আলম (৩২), সদর উপজেলার জুগিয়া এলাকার মৃত গহর আলীর ছেলে হাসান আলী (৩৭) ও মোঃ মাহতাব উদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা (৪৭)।
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প সুত্রে জানা যায়, কুষ্টিয়ার সদর উপজেলার আব্দুল আজিজ সড়ক এবং দোস্তপাড়া গ্রামে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পৃথক স্থান থেকে অভিযানে ১০ বোতল ফেনসিডিল ও ২০ লিটার চোলাই মদ, ৩টি মোবাইল ফোন, তিনজনকে আটক করা হয় এবং অপর একজন আসামী সু-কৌশলে রাতের আধারে
পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে
দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদেরকে কুষ্টিয়া সদর থানায়
সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//