নিজস্ব প্রতিবেদক র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১১ অক্টোবর ২০২১ ইং তারিখ ২০:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ইসলামনগর গ্রামস্থ মোঃ সবুজ হোসেন (২৫), পিতা- মোঃ আবু হানিফ এর বসতবাড়ির ভিতর আঙ্গিনায় ’’একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল- ০৫ (পাঁচ) বোতল, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি সহ আসামী ১। মোঃ সবুজ হোসেন (২৫), পিতা- মোঃ আবু হানিফ, সাং- ইসলাম নগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Print Date & Time : 23 April 2025 Wednesday 10:00 am