Print Date & Time : 21 August 2025 Thursday 4:45 pm

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ


কুষ্টিয়া: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে শহরের আমলাপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সম্মুখে এ ত্রাণ বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখা দীর্ঘ প্রায় চার দশক যাবত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুষ্টিয়ায় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণ কার্যক্রমের আর্থিক সহযোগীতা করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু এবং তার ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী জসিউর রহমান পিল্টু।
জামাল, ৩০ এপ্রিল,২০২২