নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এর নির্দেশনায় পতাকাবাহী সাইক্লিং দলের বর্ণাঢ্য শোভা যাত্রা ডিসেম্বর মাসের প্রথম দিনে পঞ্চগড় থেকে যাত্রা শুরু হয়। আজ সকালে পাবনা থেকে কুষ্টিয়াতে পৌছায় এবং শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ শেষে তাদেরকে যাত্রাবিরতি ও সংবধর্ণনা জানান জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সোহেলুর রহমান। যাত্রাবিরতী শেষে উক্ত শোভাযাত্রা সাইক্লিং দলটি দুপুরে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়।

Print Date & Time : 24 August 2025 Sunday 9:22 am