নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ৩১ জুলাই ২০২১ ইং তারিখ দুপুর ১৫.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন পৌরসভাস্থ বাসস্ট্যান্ড বাজারের মধ্যে ধৃত আসামী ১। মোঃ তৌহিদুল ইসলাম (৫৩) এর মডার্ন স্টুডিও ও ল্যাব প্রিন্ট দোকানের ভিতর’’ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মনিটর-০১ টি, মাউছ-০১ টি, কিবোর্ড-০১ টি,সিপিইউ-০১ টি,স্কানার-০১ টি, প্রিন্টার ০১টি, নগদ-১৮৭৫ টাকা, মোবাইল-০২টি, সীম-০৩টি, ভুয়া লাইসেন্স-০২ টি সহ ০২ জন আসামী ১। মোঃ তৌহিদুল ইসলাম (৫৩), পিতা-মৃত সাইদুর রহমান, ২। আলিফ সিদ্দিকী @ তন্ময় (২০), পিতা-মোঃ তৌহিদুল ইসলাম, উভয় সাং-বিলশুকা, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীদের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের নকল ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী ব্যক্তিদের গ্রেফতার ও মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।