কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুষ্টিয়া প্রেসক্লাবের কেপিসি থেকে র্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরাল ফুল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর কুষ্টিয়া দিশা টাওয়ারে জাকজমক পূর্ণ ভাবে কেক কাটা বৃত্তি প্রদান ও আলোচনাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তি অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরসভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল। সভা সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। এসময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রয়াত সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন এর পরিবারকে ৩ লাখ টাকা ও প্রবীন সাংবাদিক হামিদুর রহমানকে ১ লাখ টাকার চেক প্রদান করেন।এরপর সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হয় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দের জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। সংবর্ধিত অতিথি ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ, যুগ্ম-মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা বিএফইউজে কুষ্টিয়া থেকে নির্বাহী সদস্য সোহেল রানা ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। সভা সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথিদের উত্তোরিয় পরিয়ে দেন রাশেদুল ইসলাম বিপ্লব। সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি হাজী রবিউল ইসলাম। সংবর্ধিত অতিথিবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। এছাড়াও তাদের ফুলের মালা পরিয়ে দেওয়া এবং উপহার সামগ্রী প্রদান করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্যবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। সবশেষে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//