Print Date & Time : 24 August 2025 Sunday 7:58 pm

কুষ্টিয়ায় বিকাশ এজেন্টের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসায় বাড়ি ফেরার পথে বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের এজেন্টের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, রোববার রাতে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম বাজারের বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের স্থানীয় এজেন্ট আরিফুল ইসলাম (৩৫) দোকান বন্ধ করে বাড়ি ফরছিলেন। পথিমধ্যে ৬-৭ জন সন্ত্রাসী তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। পরে রাতেই তাকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যবসায়ী আরিফুল বনগ্রাম পূর্বপাড়ার খয়বর আলীর ছেলে। আহতের ভাই খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে আরিফুল বাড়ি ফিরছিলেন। স্থানীয় সন্ত্রাসীরা পথের মধ্যে তার উপর হামলা চালিয়ে নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহত ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।