Print Date & Time : 26 July 2025 Saturday 3:10 pm

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে হেরোইন উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

২৬ আগস্ট, শনিবার বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে বিজিবি’র বিশেষ টহল দল কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ আগষ্ট ২০২৩