নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হলো বিজয় টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
বুধবার (৩১মে) সকালে কুষ্টিয়া প্রেসক্লাব আব্দুর রাজ্জাক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয় টিভির কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতুর সভাপতিত্বে কেক কাটেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি জাহিদুজ্জামান, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এ এম জুবায়েদ রিপন, এসএ টিভির জেলা প্রতিনিধি নুর আলম দুলাল,একুশে টিভির জুহুরুল ইসলাম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম,এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী খন্দকার, কুষ্টিয়া দর্পন পত্রিকার সম্পাদক শেখ মজিবুর রহমান,যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, ভোরের কাগজের ভেড়ামারা প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, ব্রেকিং নিউজের জেলা প্রতিনিধি খালিদ সাইফুল, দীপ্তটিভির ক্যামেরাপারর্সন সম্রাট প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিজয় টিভি তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দ্রুত সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করে নিয়েছেন। আলোচনায় তারা মফস্বলের সংবাদ বেশি বেশি উপস্থাপনের আহবানও জানান তারা।
এসময় বক্তারা বিজয় টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। রিয়াজুল ইসলাম সেতু কুষ্টিয়া।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩১ মে ২০২৩

Discussion about this post