Print Date & Time : 22 April 2025 Tuesday 8:02 pm

কুষ্টিয়ায় বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ

কুষ্টিয়ায় অসহনীয় গরমে নিম্ন আয়ের মানুষের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে হোয়াইট পিস নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (১৮ মে ) দুপুরে শহরের ছয়রাস্তা মোড় এলাকায় রিকশা চালক, ভ্যান চালক এবং
শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করে সংগঠনটি।

খেটে খাওয়া মানুষের মাঝে যারা পানি ও স্যালাইন তুলে দিচ্ছেন তারা হলেন- সংগঠনটির সভাপতি আতহার নাবিল, সাধারণ সম্পাদক আলিফ আহাম্মেদ, সদস্য মারুফ মুরসালিন, আহমেদ মাহথীর, আহমেদ মেহতাব ও মেঘা জোয়ারদ্দারসহ অন্যান্যরা।

সংগঠনটির সভাপতি আতহার নাবিল জানান,‘একান্ত নিজেদের উদ্যোগেই খেটে খাওয়া
দুইশতাধিক মানুষের মাঝে এ খাবার পানি ও স্যালাইন, বিস্কিট, মাথার ক্যাপ বিতরণ করছি। যাতে করে মানুষগুলো গরমে একটু হলেও স্বস্তি পায়। তাদের সংগঠনটির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে হোয়াইট পিস সেচ্ছাসেবী সংগঠনটির এমন মহতি আয়োজনে খুঁশি নিম্ন আয়ের মানুষ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ মে ২০২৩