বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি কুষ্টিয়া জেলাশাখার আয়োজনে শনিবার ১৯ আগষ্ট সকাল ১১ টায় শহরের কোর্টপাড়াস্থ বিশ্ব মানবতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি কুষ্টিয়া জেলা শাখার সভাপতিএস.এস.রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষকসোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ
এম.শফিকুল ইসলাম। ৭০ এর অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহম্মেদের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান আলোচক
ছিলেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উপদেষ্টা কবি মাহামুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির
পরিচালক মোঃ জাফর আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু,কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেনবাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক
ও ‘দৈনিক প্রতিজ্ঞা’র সম্পাদক নুরুন্নাহার সীমা।
সভায় বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্নই প্রধান নয়,
সবাইকে গবেষণামূলক কাজে, সাহিত্য- সংস্কৃতি চর্চা, সৃজনশীলতা, সম্প্রীতি
ও মহৎ আদর্শ গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার শিক্ষা অর্জন করতে হবে। জাতিসংঘ
ঘোষিত বিশ্ব মানবতা দিবস আজ। যাঁরা মানবকল্যাণে, মানবের উন্নতি সাধনে
নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের উদ্দেশ্যে আজ দিবসটি পালিত হচ্ছে।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিজ্ঞা পরিবারের সদস্য মোঃ রফিক
খান, আব্দুস সালাম, বাপ্পী হোসেনসহ আরও অনেকে। উল্লেখ্য, ২০০৩ সালের ১৯
আগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয় বোমা হামলার শিকার হয়। এতে ২২ জন কর্মকর্তা
নিহত হন। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে সিদ্ধান্ত নেয়, ২০০৯ সাল থেকে
প্রতি বছর ১৯ আগস্ট বিশ্ব মানবতা দিবস পালিত হয়ে আসছে।
দৈনিক দেশতথ্য//এইচ//