Print Date & Time : 21 August 2025 Thursday 8:30 pm

কুষ্টিয়ায় বীমা দিবস উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি: “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বীমা দিবস উদযাপন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এদিকে দিবসটি উপলক্ষে পপুলার লাইফ ইন্সুরেন্স র‌্যালী ও আলোচনা সভা করেছ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়। কুষ্টিয়া সার্ভিস সেল অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কুষ্টিয়া শাখার ডিজিএম (উন্নয়ন) মোঃ সোলায়মান, এজিএম (উন্নয়ন) মোঃ তাজুল ইসলাম ও মোঃ কামাল হোসেন। আরো উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম, হামিদুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সোনার বাংলা বিনির্মাণে বীমাখাত যাতে কার্যকর অবদান রাখতে পারে এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। সেই সাথে বীমাশিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা স্মৃতি বিজড়িত ১ মার্চ-কে সরকার কর্তৃক ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

দৈনিক দেশতথ্য//এল//