কুষ্টিয়ার মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।বৃহস্পতিবার( ২৭ এপ্রিল) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। প্রতিবাদ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ভুক্তভোগী ব্যবসায়ী মুজিবর রহমান বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি
রাজিব মল্লিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অদৃশ্য কারণে পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করেননি। মাদক ব্যবসায়ী রাজিব মল্লিক দীর্ঘ দিন ধরে দোকানের ভেতরে জোরপূর্বক ঢুকে চাঁদাবাজি করে আসছে। কিছু বলতে গেলে মারধরের শিকার হন ব্যবসায়ীরা। মারধর ও ভয়-ভীতি দেখায় তিনি। বিভিন্ন সময় দোকান থেকে জোরপূর্বক বিভিন্ন পণ্য নিয়ে যায়। এটি শুধু আমার সঙ্গেই নয়,বাজার এলাকার দোকান মালিকদের সঙ্গেও একই আচরণ করে আসছেন তিনি। তাই তার বিরুদ্ধে এই কঠোর কর্মসূচি হাতে নিয়েছেন মিরপুর বাজার কমিটি। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি রাজিব মল্লিককে আইনের আওতায় এনে তার কঠোর বিচার দাবি করছি।
ব্যবসায়ী লিটন আলী বলেন,
ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে রাজিব মল্লিক নামে এক বখাটে ও একাধিক মামলার আসামি তিনি যেনো কাউকেই পরোয়া করেন না। জোরপূর্বক দোকানের জিনিসপত্র নিয়ে যায়। টাকা চাইলে মারধর করা হয় আমাদের। এক বখাটের কারণে অতিষ্ঠ আমরা। এই চাঁদাবাজের দাপটে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় আজ। তাই তার বিচারের দাবিতে ব্যবসায়ীরা একত্রিত হয়ে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানাতে অবস্থান নিয়েছেন।
মিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মফিদুল হক বলেন, ‘বাজার এলাকার ব্যবসায়ী মুজিবর রহমানের দোকানে ঢুকে তাকে মারধর ও দোকান গুলোতে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে রাজিব মল্লিক নামে একাধিক মামলার আসামি নেশার টাকা যোগাড়ের জন্য মাঝে মধ্যে চাঁদা দাবি করেন। টাকা-পয়সা না দিলে ব্যবসায়ী বা কর্মচারীদের মারধরও করা হয়। এই বখাটে ও চাঁদাবাজের দাপটে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা ও শঙ্কার মধ্যে আছেন। তাই তাকে আইনের আওতায় এনে ও তার কঠোর শাস্তির দাবিতে দোকানপাট বন্ধ রেখে এই প্রতিবাদ।’ প্রতিবাদ কর্মসূচি থেকে দ্রুত তাকে গ্রেফতারের দাবিও জানান তিনি।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, ‘ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৭ এপ্রিল ২০২৩