কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া শহরের এনএস রোডে জেলা পরিষদের কার্যালয়ের নিচ তলায় এ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের আকৃত্রিম বন্ধু। এই বন্ধুত্ব¡ ও পারস্পারিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেন, আগামীতে এই সম্পর্ক আরো গভীর হবে।
বাংলাদেশ-ভারত অকৃত্রিম বন্ধুত্বের অংশ হিসেবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দুই দেশের মানুষ আত্মত্যাগ করেছেন। এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দু দেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে । সে লক্ষ্যে আজকে এ ১৬ তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হলো। তিনি বলেন, আমি আশা করি এই ভিসা সেন্টার চালুর মাধ্যমে এ এলাকার মানুষের ভ্রমন. চিকিৎসাসহ যে কোন প্রয়োজনে ভারতে যাতায়াতে আরও সহজতর হবে।
ভারতের ভিসা প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক সহজ। সময়ের সাথে সাথে আরো নানা সুবিধা যোগ হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। ভারত ভ্রমন পিপাসুদের সংখ্যা বাড়ার সাথে ভিসা প্রক্রিয়ায় আরো উন্নত হবে। ৫ থেকে ১০ বছর আগের সাথে তুলনা করে দেখলে বুঝতে পারবেন আমরা কতটুকু উন্নতি করেছি। আমরা আশা করি সামনের দিনে ভিসা প্রক্রিয়া আরো ভালো অবস্থায় পৌঁছবে।
অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ভারত-বাংলাদেশ বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান। কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টার চালু করায় ভারতীয় হাইকমিশনার ও ভারতকে ধন্যবাদ জানিয়ে হানিফ বলেন, আগে ভারতের ভিসার জন্য এ অঞ্চলের মানুষজনকে যশোর অথবা রাজশাহী যেতে হতো।
এই ভিসা সেন্টার চালু হওয়াতে কুষ্টিয়াসহ আশপাশের ৫টি জেলার মানুষের সুবিধা পাবে। এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় সহকারী হাই কমিশনার মিষ্টার মনোজ কুমার, সেকেন্ড সেক্রেটারী মিষ্টার বৈভব গোন্দানে, প্রটোকল অফিসার মিষ্টার গনেশ^র প্রসাদ মিশ্রা, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো: খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ৮ টায় ঢাকা থেকে সড়ক পথে বেলা সাড়ে ১১ টায় বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মিস মানু ভার্মা। সেখানে তাঁরা বেশ কিছু সময় অবস্থান করেন এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত উপভোগ করেন। এর পর কুষ্টিয়া সার্কিট হাউজে মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন।
দুপুরে ভিসা সেন্টার উদ্ধোধনের পর ভারতীয় হাই কমিশনার বাউল স¤্রাট ফকির লালর শাহ’র মাজার পরিদর্শন করেন। সেখান থেকে ফিরে কুষ্টিয়া সার্কিট হাউজে কুষ্টিয়ার ব্যবসায়ীক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সড়ক পথে কুষ্টিয়া থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ এপ্রিল ২০২৩

Discussion about this post