এসএম জামাল, কুষ্টিয়া: বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুষ্টিয়া জেলা শাখার নতুন কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, মহাসচিব মোঃ আসাদুজ্জামান, সহ-সভাপতি মৌদুদুর রহমান কল্লোল, মো: আমিনুল ইসলাম, মো: নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: ইউনুস আলী মুন্সীকসহ কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, তৃণমূলের ভূমি কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে নাগরিকদের ভূমি সেবা প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি রাজস্ব সংগ্রহ করে সরকারী কোষাগারে জমা করছেন। এই রাজস্ব ব্যবহার করে চলছে সরকারের তথা দেশের উন্নয়ন কর্মকান্ড। পাশাপাশি কুষ্টিয়া জেলা একটি প্রসিদ্ধ জেলা হিসেবে নাম যশ খ্যাতি রয়েছে। এ জেলার কমিটির অগ্রগতি ও সফলতা কামনা করেন তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার নব নির্বাচিত ত্রি-বার্ষিক কার্যকরি কমিটির সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানসহ ২১ সদস্যের পরিষদকে বরণ করে নেওয়া হয়।
সবশেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post