কুষ্টিয়ায় র্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২৪ ডিসেম্বর দুপুর ১২টায় কুষ্টিয়ার কুমারখালী আলাউদ্দিন নগর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যাক্তি হলেনঃ মোঃ বাপ্পি বিশ্বাস (২২) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের খাদেমুল বিশ্বাসের ছেলে।
সুত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার কুমারখালী আলাউদ্দিন নগর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১.৩৫ কেজি গাঁজা সহ মোঃ বাপ্পি বিশ্বাসকে গ্রেফতার করে।
পরবর্তীতে আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

Discussion about this post