কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
২১ আগষ্ট সকাল ৭টায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তাজপুর গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ১৭ অক্টোবর ২০১২ তারিখে র্যাব-৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীর চর মুন্সিপাড়া জামে মসজিদের সামনে থেকে মোঃ সাইফুল ইসলামকে আটক করে। তার কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে ঢাকা জেলার আশুলিয়া থানায় মামলা দায়ের করে। যার নং-৬৬ (১০) ২০১২, জিআর নং-৭৯০/২০১২ ও দায়রা মামলা নং-৩২৮/২০১৩ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩(খ)।
ওই মামলার বিচারক আসামিকে যাবজ্জীবন সাজাপ্রদান করে রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর জঙ্গী সেলের সহযোগিতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২১ আগষ্ট সকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাইফুল ইসলাম (৫৮), পিতা-মৃত মেছের উদ্দিন সরদার, সাং-বৈরাগীরচর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে দৌলতপুর থানার তাজপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। সে ওখানে আত্মগোপনে ছিল। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ আগস্ট ২০২৩

Discussion about this post