কুষ্টিয়ায় মেয়র কার্যালয়ে চুরি এবং টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে মডেল থানায় করা পৃথক দুটি মামলা প্রত্যাহার দাবিতে থানা ঘেরাও সহ শহরের প্রধান সড়ক অবরুদ্ধ করে সমাবেশ করেছে শহর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলি।
বৃহষ্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহর আওয়ামী লীগের নেতৃত্বে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুর সভাপতিত্বে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ পৌর ওয়ার্ডের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেই।
এসময় নেতৃবৃন্দ গত ২৬ ফেব্রুয়ারী টেন্ডার ছিনতাই ও মেয়র কার্যালয়ে চুরির অভিযোগে পৃথক ভাবে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় করা মামলা আগামী ৪৮ঘন্টার মধ্যে প্রত্যাহার দাবি করে অন্যথায় আরও কঠোর কর্মসূচী দিয়ে শহর অচল করার আলটিমেটাম দেন নেতৃবৃন্দ।
অপর পক্ষে পৌর মেয়র কার্যালয়ে চুরির সাথে জড়িতদের গ্রেফতার ও চুরি যাওয়া প্রযুক্তি ডিভাইসসহ মালামাল উদ্ধার এবং জীবনের নিরাপত্তা দাবিতে লাগাতার কর্মসূচী পালন করে আসাছে পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পৌর মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে চলমান আন্দোলনে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করা না হলে এই কর্মসূচী থেকেও আলটিমেটাম ঘোষনা করেন নেতৃবৃন্দ।
এদিকে পক্ষে বিপক্ষে আন্দোলন কর্মসূচী চলাকালে শহরের প্রধান সড়কে যানজটসহ জনগনের স্বাভাবিক চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে বলে পথচারীদের অভিযোগ। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের তাইজালের স্ত্রী রুমানা খাতুন প্রসব বেদনা নিয়ে থানাপাড়াস্ত আদ্বদীন হাসপাতালে যাওয়ার পথে ঘন্টাধিককাল আটকে থেকে জ্ঞানশুন্য হয়ে পরেন এমন অভিযোগ করেন রোগীর স্বজনের।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস পরিহিত ছাত্র/ছাত্রীদেরও এই ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচীতে দেখা যায়। কয়েকজন কুষ্টিয়া সরকারী কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বল্লে তারা জানান, ‘এখানে কি কর্মসূচী সেবিষয়ে আমরা কিছুই জানিনা, বড় ভাইয়েরা ডেকে নিয়ে এসেছে’। তবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মুঠোফোনে কথা বল্লে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘একজন প্রভাবশালী নেতা ফোন করে শিক্ষার্থীদের ছেড়ে দেয়ার অনুরোধ করেছেন’।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন খান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এব্যাপারে আমি কোন মন্তব্য করবো না, আমি যায়ও নি, আমি শুনিও নি, তারা শান্তিপূর্ন কর্মসূচী পালন করেছে এমন কথা আমি বলবো না। আসছিলো তারা মানব বন্ধন করেছে বক্তব্য দেছে এই’।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ মার্চ ২০২৩