কুষ্টিয়ায় ’’মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, কুষ্টিয়া এ সভার আয়োজন করে।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
সভায় জানানো হয়, আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের সময়। মেঘনা নদীর জাতীয় সম্পদ ইলিশ আপনাদের। আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্বে নিয়োজিত। তাই এ বছর মা ইলিশ রক্ষা করতে পারলে আগামীতে আপনারা ফল ভোগ করবেন।
দৈনিক দেশতথ্য //জা//অক্টোবর ০২, ২০২২//