Print Date & Time : 23 April 2025 Wednesday 3:12 am

কুষ্টিয়ায় মা ও মেয়ের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া বারখাদা ত্রিমোহনীর মিস্ত্রি পাড়ার ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা সোহাগ রাজবংশীর স্ত্রী পুনিকা রাজবংশী ও তার মেয়ে সুশ্মিতার উপর অমানবিক হামলা চালায় ওয়ার্ড কমিশনার মাহবুবুর রহমান পাখি ও তার গুন্ডা বাহিনী।
গতকাল রাত ৮ টায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
এলাকাবাসী বলেন, গতকাল রাতে যখন হামলা হয় সে সময় আমরা ঘটনাস্থলে দেখি সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা চলছে। হামলাকারীদের রক্ষার জন্য নিজেই মাঠে নেমেছে কমিশনার পাখি। পুনিকা ও তার মেয়ে জানান, আমাদের উপরে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের কি অবস্থা। গতকাল রাত থেকে আমি আর আমার মেয়ে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছি। জনপ্রতিনিধি যদি আমাদের সাথে সন্ত্রাসী আচরণ করে তাহলে আমরা কোথায় যাবো? আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
এ বিষয়ে ১৩ নং ওয়ার্ড কমিশনার মাহবুবুর রহমান পাখি বলেন, আমি কারও গায়ে হাত দেইনি। কাউকে মারধর করিনি, আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য প্রতিপক্ষরা এই ষড়যন্ত্র করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিলো।