Print Date & Time : 22 April 2025 Tuesday 11:27 am

কুষ্টিয়ায় মিছিল ও সমাবেশ করেছে জাসদ ছাত্রলীগ

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক – গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোল, এই স্লোগানে কুষ্টিয়ায় মিছিল ও সমাবেশ করেছে জাসদ ছাত্রলীগ।

সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া সদর উপজেলা জাসদ ছাত্রলীগের উদ্দ্যোগে পৌরসভা চত্তর থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাবলিক লাইব্রেরী মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মীর রিসানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলি। এসময় জেলা জাসদ ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর মুক্তিসুর রহমানসহ জাসদ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ অক্টোবর ২০২৩