কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মিজানুর রহমানের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যেগে রবিবার সকাল ১০টায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান এ্যালেন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান কাল্টু, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ লাল মহম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন সদও থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন। মিলাদ মাহফিল পরিচালনা মাওলানা নুরুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মোমেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post