কুষ্টিয়া মিরপুর উপজেলার মশার মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা কোন পত্রিকায় প্রকাশ করা হয়েছে তা জানেন না ওই স্কুলের প্রধান শিক্ষক। জানেনা ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি।
জানা গেছে, মশান মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর ২০২২ ইং। ২২, ২৩ ও ২৪ নভেম্বর বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় করার কথা। তবে ২২ ও ২৩ নভেম্বর মনোনয়নপত্র বিক্রয় করেননি প্রধান শিক্ষক। ২৪ তারিখ বেলা ১২ থেকে মনোনয়নপত্র বিক্রয় শুরু করেন।
তবে প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থীদের নিকট মনোনয়নপত্র বিক্রয় করেছেন বলে অভিযোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি উফান আলী। এবিষয়ে তিনি কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার, মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মিরপুর উপজেলা চেয়ারম্যান, মিরপুর উপজেলার নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ মিরপুর থানাতে লিখিত অভিযোগ দেন।
ওই অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মনোনয়ন ফরম কেবলমাত্র তার মামাতো ভাই সাহানুর ইসলাম ও চাচাতো ভাই মমিনুল হক ও তার লোক জনকে দিয়েছেন।
এ নিয়ে উত্তেজনা শুরু হলে, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার এবং মিরপুর থানা অফিসার ওসিকে জানানো হয়। এরপর তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এরপর মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন সাময়িকভাবে ফরম বিক্রি বন্ধ বলে ঘোষণা করেন।
এব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি কোন পত্রিকায় ছাপা হয়েছে তা আমার জানা নেই। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি জন্য টাকা দিয়ে এসেছি। এ বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর মাসুম জানেন।
মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, প্রধান শিক্ষককে বলেই দেয়া হয়েছে তফসিল ঘোষণা করার কথা। তবে তিনি (প্রধান শিক্ষক) জানেন না এটা ঠিক নয়। যদি এমন হয়ে থাকে তবে গোপনে তফসিল ঘোষণা হয়েছে এটা ধরে নেওয়া যায়। আমি অভিযোগকারীদের উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলেছি।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের বলেন, এই অভিযোগের বিষয়ে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন।
কে//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৪,২০২২//