Print Date & Time : 12 May 2025 Monday 2:32 pm

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই তরুনী নিহত: আহত ৭

কুষ্টিয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় কুষ্টিয়া- ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, কুষ্টিয়া থেকে দৌলতপুর উপজেলার প্রাগপুর যাওয়ার পথে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়ীয়া এলাকায় এসে ঢাকা মেট্রো জ-১১-১৫০৩ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়।

এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতলে চিকিৎসাধীন তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জা// দেশতথ্য// ১৭ অক্টোবর ২০২২//