Print Date & Time : 5 July 2025 Saturday 11:34 pm

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় রাশেদুল ইসলাম (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। ১৬ জুলাই রবিবার সকালে ভেড়ামারা হোসেনপুর দলুয়া মধ্যবর্তী মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে ।

নিহত রাশিদুল দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের মৃত পিয়ার প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় সকালের দিকে একজন কৃষক মাঠে ঘাস কাটতে গেলে ঐ যুবকের লাশ দেখতে পায়। পরে ভেড়ামারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন কে বা কাহারা তাকে শ্বাসরোধ করে হত্যা মাঠে ফেলে রেখে পালিয়ে যায়। তদন্ত চলছে, অতি শীঘ্রই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ জুলাই ২০২৩