Print Date & Time : 12 May 2025 Monday 9:59 am

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে জসিম উদ্দিন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের গোরস্থান মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জসিম উদ্দিন একই এলাকার মৃত সরুল কবিরাজের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, সকালে মাঠে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কি কারণে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় থানায় জিজ্ঞাসবাদের জন্য একজনকে নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।