Print Date & Time : 21 August 2025 Thursday 1:53 pm

কুষ্টিয়ায় যুবজোটের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়াপ্রতিনিধি: কুষ্টিয়ায় জেলা যুবজোটের আহ্বানে যুবনেতা মাহাবুব খাঁন সালাম এর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে রাম রতন শাহআলম চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব হাসান। প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহাম্মদ আলী।

বক্তব্য রাখেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, কুষ্টিয়া সদর উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম মকলু, জেলা যুবজোটের সহ সভাপতি আবুবকর সিদ্দিক, জেলা যুবজোটের সহসভাপতি মহব্বত আলী, যুবনেতা সাইফুজ্জামান রুবেল, জেলা যুবজোটের নেতা আব্দুল আলিম, সাইফুল ইসলাম পিন্টু, ডা. মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সভাপতি ছাত্র নেতা সাজিদুল ইসলাম তুহিন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দ্রুত যুবনেতা মাহাবুব খাঁন সালামের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

দৈনিক দেশতথ্য//এল//