Print Date & Time : 10 May 2025 Saturday 9:12 am

কুষ্টিয়ায় যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবে অভিযানে নারীকে যৌন নিপীড়ন মামলার ০১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

০৯ মে রাত ১০ টায় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চক গ্রামে একটি অভিযান পরিচালনা করে।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ০৯ মে ২০২৩ ইং তারিখ রাত ১০:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চক গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানার মামলা নং-১৭, তারিখঃ ০৯ মে ২০২৩ ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১০/৩০ ইচ্ছার বিরুদ্ধে নারীকে যৌন পীড়ন ও উক্ত অপরাধে সহায়তা করার অপরাধ এর ০১ জন এজাহারনামীয় পলাতক আসামি মোঃ ইলিয়াস (৩০), পিতা-মোঃ ফরিজুল, সাং-চক, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ মে ২০২৩