Print Date & Time : 20 April 2025 Sunday 6:56 am

কুষ্টিয়ায় সাবেক এমপির গাড়ির মধ্যে রহস্য জনক অনুপ্রবেশ

কুষ্টিয়া -০৪ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফের টয়োটা প্রাডো গাড়িতে রহস্যজনক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় জিডি করা হয়েছে। গাড়িটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনা স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

সাবেক এমপির ভাই আলতাফ মাহমুদ বলেন, শুক্রবার দিবাগত রাতের কোনো এক ভাগে কুমারখালী উপজেলার বাঁশগ্রামে সাংসদের নিজ বাড়িতে এঘটনা ঘটেছে।

সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, তাঁর টয়োটা প্রাডো (ঢাকা মেট্রো -১৭-২৫৯২) গাড়ির তালা খুলতে না পেরে গাড়ির ছাদের অটো সিস্টেমে আটকানো ঢাকনা ভেঙে ভিতরে ঢুকেছিল দুর্বৃত্তরা। নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ শত্রুতা করে কোথাও কোন ডিভাইস অথবা বিস্ফোরক জাতীয় দ্রব্য রেখে যেতে পারে। এ ঘটনায় থানায় জিডি করা হবে। গাড়ীটা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য কুষ্টিয়া-০৪ আসনের (কুমারখালী ও খোকসা উপজেলা) সাবেক সংসদ সদস্য এম এ রউফ জনপ্রীয় একজন আওয়ামী লীগ নেতা। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোয়ন প্রত্যাশী।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ জুন ২০২৩