Print Date & Time : 20 April 2025 Sunday 3:45 pm

কুষ্টিয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্দ্যোগে পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

২২ আগষ্ঠ ২০২৩ মঙ্গলবার কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যেগে এবং জাতীয় সদর দপ্তরের পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের সহযোগিতায় দৌলতপুর উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের ১০০ জন ছাত্র-ছাত্রী ও ৫ জন শিক্ষকসহ সর্বমোট ১০৫ জন অংশগ্রহনকারীর সমন্ময়ে আরএফএল বিষয়ক অর্ধ-দিবস একটি কর্মশালা দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার লক্ষ্য হলো পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে আরোও গতিশীল করা, প্রচার ও প্রসার ঘটানো এবং দুর্যোগ ও মাইগ্রেশন প্রবণ এলাকার তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সন্মানিত সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য জনাব মোঃ আসগর আলী, কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আব্দুল লতিফ, জনাব মোঃ মুকুল হোসেন ও জনাব সাজেদা হোসেন,জাতীয় সদর দপ্তরের আরএফএল বিভাগের জুনিয়র সহকারী পরিচালক জনাব শাকিলা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সর্দার মোহাম্মদ আবু সালেহ, শিক্ষকবৃন্দ এবং ইউনিট আরএফএল টিমের যুব সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের জুনিয়র সহকারী পরিচালক জনাব সাঈদ মো: শামীম রহমান (শাহীন)।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ আগস্ট ২০২৩