নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৭ জুলাই/২১ ইং তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং জনাব সবুজ হাসান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া এর নেতৃত্তে¡ কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া শহর এলাকায় উপস্থিত হয়ে চাঁদের পরী প্রডাক্টস নামক কারখানায় নকল, অনুমোদনহীন এবং নি¤œ মানের প্রসাধনী সামগ্রী তৈরী ও বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করিয়া আসামী মোঃ ইলিয়াস শাহ (৪৫), পিতা-আব্দুল মান্নান, সাং-৪৪/১, আব্দুল জব্বার সড়ক, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে ২০০,০০০/- টাকা জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করেন। যার মোবাইল কোর্ট মামলা নং-১৭৩/২০২১, তারিখ ১৭-০৭-২০২১ ইং, ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩, ৫০, ৫২ ও ৫৩ ধারা। উল্লেখ্য যে, এই ধরণের অভিযান সচল রেখে নকল ও ভেজাল বিরোধী কর্মকান্ড রোধ করতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Print Date & Time : 24 August 2025 Sunday 3:05 pm