নিজস্ব প্রতিবেদক : গত ইং ১০/০৭/২০২১ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কয়া আবাসনের মৃত তৌকির আহমেদ এর দোকান হইতে পঞ্চাশ গজ দূরে বড় পুকুরের সামনে উত্তর কোণে রাস্তার উপর পরিকল্পিতভাবে একটি হত্যাকান্ড ঘটে। উক্ত হত্যাকান্ডে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় নিহতের বাবা মোঃ বাবলু মালিথা বাদী হয়ে কুমারখালী থানায় ০১টি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫, তারিখ-১১/০৭/২০২১ খ্রিঃ। ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।
ঘটনার পর হতেই র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের’কে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৮/২০২১ ইং তারিখ রাত্র আনুমানিক ২০.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চাঞ্চল্যকর খুনের এজাহার নামীয় পলাতক ১নং আসামী কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া পৌরসভাস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা কুষ্টিয়া এর সামনে অবস্থান করছে এবং ঢাকা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ প্রাপ্তির পর র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল উক্ত পলাতক আসামীকে আনুমানিক রাত ২০.৪৫ ঘটিকার সময় কুষ্টিয়া পৌরসভাস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা কুষ্টিয়া এর সামনের রাস্তা হইতে গ্রেফতার পূর্বক কুষ্টিয়া কুমারখালী থানায় হস্তান্তর করা হয়।