নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ২৫ আগস্ট ২০২১ ইং তারিখ সময় ২২.১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ বাংলাবাজার জেলখানার মোড়ে জনৈক মোঃ আসাদুল ইসলাম এর হার্ডওয়ার এন্ড ইলেকট্রিক দোকানের সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হেরোইন-০৬ গ্রাম, যার মূল্য আনুমানিক ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা, মোবাইল ফোন-০১ টি, সীমকার্ড-০২টি,নগদ-৬০০/- টাকা, একটি ব্যটারী চালিত ইজিবাইক সহ ০১ জন আসামী শাকিল (২০), পিতা-মৃত বাবুল খাঁ, সাং-সুলতানপুর (খাঁ পাড়া), থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Print Date & Time : 27 July 2025 Sunday 3:46 pm